Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

গৌতম বুদ্ধ প্রশ্নঃ & উত্তরঃ ?

 


 

  • প্রশ্নঃ রাণী মহামায়া কোন পূর্ণিমায় স্বপ্ন দেখলেন? 
  • উত্তরঃ রাণী মহামায়া আষাঢ়ী পূর্ণিমায় স্বপ্ন দেখলেন।

  • প্রশ্নঃ 'বুদ্ধ শব্দের অর্থ কী?

    উত্তরঃ বুদ্ধ শব্দের অর্থ অনন্ত জ্ঞান গুণের সমষ্টি।

    প্রশ্নঃ-বুদ্ধের প্রধান সেবক কে ছিলেন?

    উত্তরঃ-গৌতম বুদ্ধের প্রধান সেবক ছিলেন আনন্দ। তিনি বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে তাঁর সাথী ছিলেন এবং বুদ্ধের teachings-কে প্রচারিত করতে সহায়তা করেন।

    প্রশ্নঃ-গৌতম বুদ্ধ কত বছর ধর্ম প্রচার করেন ?

    উত্তরঃ-গৌতম বুদ্ধ ৪৫ বছর ধরে ধর্ম প্রচার করেন। তিনি দীর্ঘ বছর কঠোর সাধনার পর বোধিজ্ঞান লাভ করেন এবং তারপর থেকে তাঁর ধর্ম প্রচার শুরু করেন।

    প্রশ্নঃ কুমার গৌতম নগর ভ্রমণে বের হয়ে কয়টি নিমিত্ত দর্শন করেছিলেন?

    উত্তরঃ- কুমার গৌতম নগর ভ্রমনে বের হয়ে চারটি নিমিত্ত দর্শন করেছিলেন।

    প্রশ্নঃ :-গৌতম বুদ্ধের সারথির নাম কী ছিল?

    উত্তরঃ- গৌতম বুদ্ধের সারথির নাম ছিল ছন্দক।

    প্রশ্নঃ :-বৌদ্ধ ভিক্ষু শ্রমণদের পরিশীলিত জীবন গঠনের জন্য বুদ্ধ কীসের প্রবর্তন করেছিলেন?

    উত্তরঃ- বৌদ্ধ ভিক্ষু শ্রমণদের পরিশীলিত জীবন গঠনের জন্য বুদ্ধ বিনয়ের প্রবর্তন করেছিলেন।

    প্রশ্নঃ.তথাগত বুদ্ধের শেষ বাণী ছিল?

    উত্তরঃ"সবকিছুই অস্থির; কর্মের উপর নির্ভর করে। আপনারা নিজের কল্পনার উপর বিশ্বাস রাখুন এবং নিজেকে শুদ্ধ করুন।"এই বাণীতে বুদ্ধ জীবন মৃত্যুর অস্পষ্টতা, পরিবর্তনশীলতা এবং আত্ম-সংশোধনের গুরুত্ব তুলে ধরেছেন। এটি অনুসরণ করে তিনি তাঁর শিষ্যদের আত্মনির্ভরশীলতার জন্য উৎসাহিত করেন।

    প্রশ্নঃ 'বিনয়' শব্দের অর্থ কী?

    উত্তরঃ- বিনয়' শব্দের অর্থ নিয়ম, নীতি, শৃংঙ্খলা।

     

    প্রশ্নঃ 'রতনসূত্র'- পাঠ করা হয় কেন?

    উত্তরঃ- দূর্ভিক্ষ মহমারি হতে রক্ষা পাওয়ার জন্য 'রতনসূত্র'- পাঠ করা হয়।

    প্রশ্নঃ জাতকের কয়টি অংশ আছে?

    উত্তরঃ- জাতকের তিনটি অংশ আছে।

    প্রশ্নঃ গৌতম বুদ্ধ কত বছর যাবৎ ধর্ম প্রচার করেন?

    উত্তরঃ- গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বছর যাবৎ ধর্ম প্রচার করেন।

    প্রশ্নঃ বোধি শব্দের অর্থ কী?

    উত্তরঃ- বোধি শব্দের অর্থ পরম জ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান।

    প্রশ্নঃ 

    উত্তরঃ-

    প্রশ্নঃ

    উত্তরঃ-

    প্রশ্নঃ

    উত্তরঃ-

    প্রশ্নঃ

    উত্তরঃ-

     বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা । নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) এর CQ সমাধান

  • গৌতম বুদ্ধকে মহাকারুণিক বুদ্ধ বলা হয় কেন?  

    জগৎব্যাপী জীবপ্রেম, অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী প্রচার করায় গৌতম বুদ্ধকে মহাকারুণিক বুদ্ধ বলা হয়।
    গৌতম বুদ্ধ সর্বজীবের কল্যাণের জন্য প্রচার করেন তাঁর নবলব্ধ ধর্ম এবং প্রদর্শন করেন দুঃখমুক্তির সেই পথ। তাঁর জীবন ছিল মৈত্রী-করুণার রসে সিক্ত। জীবপ্রেম, অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেন বলে তাকে মহাকারুণিক বলা হয়।

কীভাবে সিদ্ধার্থ গৌতমের সন্ন্যাস চেতনা জাগ্রত হয়?

  •  স্থির, সৌম, ধ্যানমগ্ন সন্ন্যাসীকে দেখে সিদ্ধার্থ গৌতমের সন্ন্যাস- চেতনা জাগ্রত হলো। 

    নগর ভ্রমণে গিয়ে সিদ্ধার্থ চারি নিমিত্ত দর্শন করেন। চারি নিমিত্ত দর্শনের পরে সিদ্ধার্থ গৌতমের মনে শান্তি নেই, সব সময়ই তিনি গভীর চিন্তায় মগ্ন থাকতেন, তাই সন্ন্যাসীর গভীর ধ্যানমগ্ন দৃশ্যটি গৌতমের মনে দাগ কাটে এবং তার মনে সন্ন্যাস চেতনা জাগ্রত হয়।

  •   

সিদ্ধার্থের পিতার নাম কী?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement