Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

অতীতের ২৮ বুদ্ধ নাম কি কি?

অতীতের ২৮ বুদ্ধ কি কি?

অষ্টবিংশতি বুদ্ধ (২৮ বুদ্ধ)

বৌদ্ধধর্ম অনুসারে, গৌতম বুদ্ধের পূর্বে আরও ২৭ জন বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এই মোট ২৮ জন বুদ্ধকে অষ্টবিংশতি বুদ্ধ বলা হয়। তাঁরা হলেন:

১. তনহঙ্কর বুদ্ধ 

২. মেধাঙ্কর বুদ্ধ 

৩. সারাঙ্কর বুদ্ধ 

৪. দীপঙ্কর বুদ্ধ 

৫. কোণদান বুদ্ধ 

৬. মঙ্গল বুদ্ধ

৭. সুমনা বুদ্ধ

৮. রেবতা বুদ্ধ 

৯. শোভিত বুদ্ধ 

১০. অনোমদাসী বুদ্ধ 

১১. পাদুমা বুদ্ধ

১২. নারদ বুদ্ধ 

১৩. পাদুত্তর বুদ্ধ 

১৪. সুমেধ বুদ্ধ 

১৫. সুজাতা বুদ্ধ 

১৬. পিয়াদাসি বুদ্ধ 

১৭. অথদাসি বুদ্ধ 

১৮. ধম্মদাসি বুদ্ধ 

১৯. সিদ্ধাত্থ বুদ্ধ

২০. তিসা বুদ্ধ 

২১. ফুসসা বুদ্ধ 

২২. বিপসী বুদ্ধ

২৩. শিখি বুদ্ধ 

২৪. বেস্সভু বুদ্ধ 

২৫. কাকুসন্ধ বুদ্ধ 

২৬. কোণাগমন বুদ্ধ 

২৭. কাসসাপ বুদ্ধ 

২৮. গৌতম বুদ্ধ 



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement