প্রশ্নঃ কীভাবে সিদ্ধার্থ গৌতমের সন্ন্যাস চেতনা জাগ্রত হয়?
উত্তরঃস্থির, সৌম, ধ্যানমগ্ন সন্ন্যাসীকে দেখে সিদ্ধার্থ গৌতমের সন্ন্যাস- চেতনা জাগ্রত হলো।
নগর ভ্রমণে গিয়ে সিদ্ধার্থ চারি নিমিত্ত দর্শন করেন। চারি নিমিত্ত দর্শনের পরে সিদ্ধার্থ গৌতমের মনে শান্তি নেই, সব সময়ই তিনি গভীর চিন্তায় মগ্ন থাকতেন, তাই সন্ন্যাসীর গভীর ধ্যানমগ্ন দৃশ্যটি গৌতমের মনে দাগ কাটে এবং তার মনে সন্ন্যাস চেতনা জাগ্রত হয়।
0 Comments