Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

গৌতম বুদ্ধের উপদেশমূলক বাণী


 

1. “তোমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। আমাদের কাছে সবকিছু থাকলেও, অনেক সময় আমরা আরও কিছু পাওয়ার প্রত্যাশা করি। অল্পতে সন্তুষ্ট হতে পারি না। কিন্তু এটা ঠিক নয়। তোমার কাছে যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো, অনেকের কাছে কিছুই থাকে না।” – গৌতম বুদ্ধ

2. “প্রত্যেকটা দিনের গুরত্বকে বুঝুন, প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এইজন্য একদিনের গুরত্বকে বুঝুন।” – গৌতম বুদ্ধ

3. “নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।” – গৌতম বুদ্ধ

4. “অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়।” – গৌতম বুদ্ধ

“পূর্ণ অর্জনের চেয়ে পাপ বর্জন অধিক উত্তম। কিন্তু অধিকাংশ মানুষ কেবল পুণ্য লাভের আশায় ভালো কাজ করতে চায়। কিন্তু তারা খারাপ কাজগুলো ত্যাগ করতে চায় না। আপনি তাদের বিপরীত হোন। অর্থাৎ পাপ বর্জন করার চেষ্টা করুন।” – গৌতম বুদ্ধ

5. “মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে।” – গৌতম বুদ্ধ

6. “মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।” – গৌতম বুদ্ধ

. “ভালো কাজ সবসময় কর, বারবার কর। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ।” – গৌতম বুদ্ধ

8. “মাতা, পিতা, স্ত্রী পুত্রের ভরণপোষন করবে। সত্য বিষয়ে জ্ঞান লাভ করবে। বিবিধ শিল্প শিক্ষা করবে।” – গৌতম বুদ্ধ

9. “সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না।” – গৌতম বুদ্ধ

10. “কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো একটি শয়তান বন্ধুকে আপনার বেশী ভয় পাওয়া উচিত। কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে।” – গৌতম বুদ্ধ

11. “অস্ত্র, প্রাণী, মাংস, নেশা, বিষ এগুলি নিয়ে বাণিজ্য করবে না। এগুলো মিথ্যাজীবিকা। ধর্মের পরিপন্থী।” – গৌতম বুদ্ধ

12. “কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভান্ড পূর্ণ করে ফেলে।” – গৌতম বুদ্ধ

13. “মূর্খের সেবা করবে না। পণ্ডিতের সান্নিধ্যে যাবে। পুজনীয় ব্যক্তিকে পূজা করবে।” – গৌতম বুদ্ধ

“কাউকে কটু কথা বলবে না। কারণ সেও কটু প্রত্যুতর দিতে পারে। উত্তপ্ত বাক্য-বিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।” – গৌতম বুদ্ধ

14. “অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে।” – গৌতম বুদ্ধ

15. “পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে।” – গৌতম বুদ্ধ

16. “যিনি তোমার ক্রুটি প্রদর্শন করেন ও তজ্জন্য ভৎর্সনা করেন, সেই মেধাবীকে গুপ্তনিধির ন্যয় জানবে।” – গৌতম বুদ্ধ

17. “প্রশংসা এবং দোষ, লাভ এবং ক্ষতি, আনন্দ এবং দুঃখ বাতাসের মতো আসে আর যায়। সুখী হতে চাইলে, তাদের সবার মাঝে একটি বিশালাকার গাছের মতো বিশ্রাম করুন।” – গৌতম বুদ্ধ

18. “আপনার চারপাশে যারা আছেন, তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। কেউ কোনও বিপদে পড়লে তাকে ছেড়ে সরে যাবেন না। তবে কাউকে সাহায্য করে, তার বিনিময়ে কিছু প্রত্যাশা করা ঠিক নয়। যদি আপনি কাউকে সাহায্য করে থাকেন এবং বিনিময়ে কিছু প্রত্যাশা করছেন, তার মানে আপনি সেটা ব্যবসা করছেন, দয়া নয়।” – গৌতম বুদ্ধ

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement