Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

মঙ্গল সুত্র পালি ও বাংলা অনুবাদ



 মঙ্গল সুত্র

পালি ও বাংলা অনুবাদঃ
যং মঙ্গলং দ্বদাসহি চিন্তাযিংসু সদেবকা,
সোত্থানং নাধি গচ্ছন্তি অট্ঠতিংসঞ্চ মঙ্গলং;
দেসিতং দেব-দেবেন সব্বপাপ বিনাসনং,
সব্বলোকহিত্থায মঙ্গলং তং ভণামহে।
বহুদেবতা ও মনুষ্য দীর্ঘ বার বছরব্যাপী চিন্তা করেও "কিসে প্রকৃত মঙ্গল হয় " তা জানতে পারেনি। সকল প্রকার পাপ বিনাশক বুদ্ধদেশিত সেই আটত্রিশ প্রকার মঙ্গল বিষয় দেব-মানবের হিতার্থে প্রকাশ করতেছি।
পালি- ( বুদ্ধের সেবক আনন্দ ভান্তে)> এবম্মে সুতং একং সমযং ভগবা সাবত্থিযং বিহরতি জেতবনে অনাথপিন্ডকস্স আরামে। অথ খো অঞ্ঞতরা দেবতা অভিক্কন্তায রত্তিযা অভিকন্তবণ্না কেবলকপ্পং জেতবনং ওভাসেত্ব যেন ভগবা তেনুপসঙ্কমি; উপসঙ্কমিত্ব ভগবন্তং অভিবাদেত্বা একমন্তং ঠিতা খো সা দেবতা গাথায অজ্ঝভাসি-
আমি এরুপ শুনেছি- একসময় ভগবান অনাথপিন্ডিকের নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেসময় জনৈক দেবতা রাতের শেষভাগে সমগ্র জেতবন চতুর্দিক আলোকিত করে যেখানে ভগবান অবস্থান করছেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন (দাঁড়ানো অবস্থায় হাতজোড় করে বন্দনা) করতঃ একপার্শ্বে দাঁড়িয়েছিলেন। অতঃপর সেই দেবতা একপার্শ্বে স্থিতাবস্থায় ভগবানকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করলেনঃ
দেবতাঃ
পালি- "বহুদেবা মনুস্সা চ, মঙ্গালানি অচিন্তাযুং,
আকাঙ্খামনা সোত্থানং ব্রুহি মঙ্গল মুত্তমং"।
বাংলা- বহু দেবতা-মনুষ্য মঙ্গল সম্পর্কে চিন্তা করেও কিসে মঙ্গল হয় সে বিষয় নির্ধারন করতে পারেনি। সেই আকাঙ্খিত সুখদায়ক উত্তম মঙ্গল ( সুখশান্তি/ উন্নতির হেতু বা কারন?) কি? তা আমাদেরকে ব্যাখ্যা বা দেশনা করুন।
বুদ্ধঃ পালি-অসেবনা চ বালানং, পন্ডিতানঞ্চ সেবনা,
পূজা চ পূজনীয্যানং এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- মূর্খ {(অজ্ঞানী/ অসভ্য/ হীন বা নীচমনা, অন্যায়-অপরাধকারী/ দুঃখসৃষ্টিকারী/ লোভী হিংসাকারী, অত্যাচারী, প্রানী হত্যাকারী,পরদ্রব্য চুরকারী, মিথ্যাবাদী, ব্যভিচারী (ধর্ষনকারী), নেশাপানকারী (মাতাল,উন্মাদ) পাপী, মানুষরুপী অমানুষ} ব্যক্তির সেবা না করা, পন্ডিত বা জ্ঞানী ব্যক্তির সেবা করা, পুজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল।
পালিঃ-পতিরুপ দেসবাসো চ, পুব্বে চ কতপুঞ্ঞতা,
অত্তসম্মা পণিধি চ, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- ধর্মতঃ জীবনাচরনে সুযোগ-সুবিধাপুর্ণ দেশে বাস করা, পুর্বকৃত পুন্যাকর্ম বা আত্ম-পরহিতকর ভাল কাজ স্মরন করা ও আত্মসম্মান বজায় রেখে জীবনাচরন করা উত্তম মঙ্গল।
পালি- বাহুসচ্চঞ্চ সিপ্পঞ্চ, বিনযো চ সুসিক্খিতো,
সুভাসিতা চ যা বাচা, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- বহুশাস্ত্রের (সত্য ও বাস্তবতা বিষয়ক বই পড়ে) জ্ঞান অর্জন করে সুপন্ডিত হওয়া, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয় (নীতি-নৈতিকতাপুর্ণ) আদর্শে সুশিক্ষিত হওয়া, (হিংসাত্বক বাক্যে সমালোচনা নাকরে) সুভাষিত বাক্য ভাষন করা উত্তম মঙ্গল।
পালি- মাতাপিতু উপটঠানং পুত্তদারস্স সঙ্গহো,
অনাকুলা চ কম্মন্তা, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- (শীলবান সচ্চরিত্র বা আদর্শবান) মাতাপিতার সেবা-পুজা ও স্ত্রী-পুত্রের ভরনপোষন করা, অনুকুল (ধর্মতঃ সুশৃঙ্খলাবদ্ধ জীবনাচরনে সহায়ক) কর্ম সম্পাদন করে জীবিকা নির্বাহ করা উত্তম মঙ্গল।
পালি-দানঞ্চ, ধম্মচরিযা চ, ঞাতকানঞ্চ সঙ্গহো,
অনাবজ্জানি কম্মানি, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- দান, ধর্ম আচরন (সুশৃঙ্খলাবদ্ধ জীবনাচরন) ও জ্ঞাতিদের উপকার সাধন ( যথাসাধ্য সাহায্য সহযোগিতা) করা, অনবদ্য কর্ম ( নির্দোষ বা ভালকাজ) সম্পাদন করা উত্তম মঙ্গল।
পালি- আরতি বিরতি পাপা, মজ্জপানা চ সংযমো,
অপ্পমাদো চ ধম্মেসু, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- পাপকাজ হতে বিরত থাকা, মদ্যপানে সংযমতা (নেশাগ্রস্ত না হওয়া), ধর্মে ( সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে) অপ্রমাদ বা সচেতন থাকা উত্তম মঙ্গল।
পালি- গারবো চ, নিবাতো চ, সন্তুট্ঠি চ কতঞ্ঞুতা,
কালেন ধম্ম সবনং, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- গৌরবনীয় ব্যক্তিকে গৌরব করা, তাদের প্রতি নম্রতা(ভদ্রতাভাব) পোষন করা, সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করা, যথাসময়ে ধর্মদেশনা শ্রবনকরা উত্তম মঙ্গল।
পালি- খন্তী চ সোব চস্সতা, সমণানঞ্চ দস্সনং,
কালেন ধম্ম সবনং, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- (সুবাধ্যদের প্রতি) ক্ষমাশীল হওয়া, ভিক্ষু-শ্রমণের দর্শন করা, যথাসময়ে (উপযুক্ত সময়ে) ধর্মালোচনা করা উত্তম মঙ্গল।
পালি- তপো চ ব্রহ্মচরিযা চ, অরিযসচ্চান দস্সনং,
নিব্বান সচ্চিকিরিযা চ, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- তপঃচর্যা (ধ্যান/ ভাবনা/সাধনা) করা, ব্রহ্মচর্য আচরন করা, আর্যসত্য দর্শন করা এবং (জন্ম-জরা-ব্যধি-মৃত্যু হহতে মুক্তাবস্থা) নির্বান সাক্ষাত করা উত্তম মঙ্গল।
পালি- ফুট্ঠস্স লোকধম্মেহি, চিত্তং যস্স না কম্পতি,
অসোকং বিরজং খেমং, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- (লাভ-অলাভ, যশ-অযশ, নিন্দা-প্রশংসা, সুখ-দুঃখ) অষ্ট লোকধর্মে (নিয়মে) চিত্তকে অবিচল রাখা, শোকহীন, নিষ্পাপ, পবিত্র ও নিরাপদে থাকা উত্তম মঙ্গল।
পালি- এতাদিসানি কত্বান, সব্বত্থমা পরাজিতা,
সব্বত্থ সোত্থিং গচ্ছন্তি, এতং মঙ্গল মুত্তমং।
বাংলা- যাঁরা এ সকল মঙ্গল কর্ম সম্পাদন করেন তাঁরাই সর্বত্র অপরাজেয় (জয়ী) হন। তাঁরা সর্বত্র স্বস্ত্বির সাথে সুখে, নিরাপদে, নির্বিঘ্নে অবস্থান করেন। ইহাই উত্তম মঙ্গল
ইহাই দেব-মানবের উত্তম মঙ্গল (সুখশান্তি উন্নতি) -এর হেতু বা কারন।
(সংকলিত)
জগতের সকল প্রানী সুখী হোক।
সাধু সাধু সাধু

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement