বুদ্ধ
উৎপলকান্তি বড়ুয়া
বুদ্ধ মানে শুদ্ধ জ্ঞান
বুদ্ধ মানে আলো,
বুদ্ধ মানে সূর্য
রোদে ঘুচে সকল কালো।
বুদ্ধ মানে পূর্ণিমা চাঁদ
শান্তি ধারা সুর,
বুদ্ধ মানে কলুস
মনের সকল আঁধার দূর।
বুদ্ধ মানে শান্তি ছায়া
ধ্যানে রত ক্ষণ,
বুদ্ধ মানে প্রসন্ন
ভাব প্রজ্ঞা শোভা মন।
বুদ্ধ মানে সব সুন্দর
একাগ্র রঙ তুলি,
নির্বাণ সুখ বাগান
জুড়ে পবিত্র ফুলগুলি।
0 Comments