পাঁচ প্রকার বন্দনা
*****************
১) দুই পায়ের গোড়ালির উপর পোঁদ (গুহ্যদেশ) রেখে সোজাভাবে বসে মাথা নিচু করে দুই হাত কপালে লাগিয়ে বন্দনা করার নাম ‘উৎকুটিক’ বন্দনা।
২) দুই হাত জোড় করে কপালে লাগিয়ে মাথার সমান উচ্চে তুলে বা বুকের কাছে রেখে দাঁড়িয়ে বন্দনা করার নাম ‘অঞ্জলি’ বন্দনা।
বর্তমানে অনেকে এক হাত তুলে নমস্কার করে থাকে। যা অঞ্জলি বন্দনারই প্রাকারান্তর।
৩) দন্ডের মত লম্বা হয়ে ভূমিতে উপুড় হয়ে শুয়ে বন্দনা করার নিয়ম ‘দন্ডবৎ’ বন্দনা। এভাবে তিব্বত ও ভুটানের বৌদ্ধরা বুদ্ধকে বন্দনা করে থাকে।
৪) দুইহাত, দুইজানু ও মাথা এই পঞ্চাঙ্গ ভূমিতে স্থাপন করে বন্দনা করার নাম ‘পঞ্চাঙ্গ’ বন্দনা। এরই অপর নাম অভিবাদন।
(৫) দুই পায়ের অগ্রভাগ, দুই হস্ত, দুই জানু, নাকের অগ্রভাগ ও কপাল এই অষ্টাঙ্গ ভূমিতে স্থাপন করে বন্দনা করার নাম ‘অষ্টাঙ্গ’ প্রণিপাত বন্দনা।
বুদ্ধাদি সৎপুরুষ, ভিক্ষু-শ্রামণ ও বয়োজ্যেষ্ঠ, ও বয়োবৃদ্ধদিগকে এবং পিতা-মাতাকে নিত্য বন্দনাকারী জন্ম-জন্মান্তরে-আয়ু, বর্ণ, সুখ ও বল এই চারি সম্পদ লাভ করে থাকে।
0 Comments